শিবগঞ্জে নতুন সরকারি এ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  09:21 PM, 18 January 2020

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ স্বাস্থ্য সেবায় নতুন মাত্রায় যোগ হলো সরকারি এ্যাম্বুলেন্স। শনিবার বিকাল ৩ টায় নতুন সরকারি এ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করেন ৩৭ বগুড়া-০২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ।

উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা তারকনাথ কুন্ডুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাঃ রেজাউল আলম জুয়েল, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, বগুড়া জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন সামির হোসেন মিশু।

শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন (নয়ন) এর স লনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা আকতার,পরিবার পরিকল্পনা অফিসার ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারন সম্পাদক এরফান আলী, ডাঃ আফরিন হক, ডাঃ শরিফ, ডাঃ শরিফ সুলতানা মাহবুব, ডাঃ সৌরভ হোসেন, ডাঃ মাহবুবুর রহমান রিপন সহ এলাকার বিভিন্ন পর্যায়ের পেশাজীবি রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তি বর্গ।

উপল্লেখ্য যে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাড়ে ৪ লক্ষ জনসাধারনের স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে জরুরী ছিল একটি এ্যাম্বুলেন্স। ১৯৯৩ সালে বরাদ্দকৃত এ্যাম্বুলেন্স দীর্ঘদিন অকেজো থাকায় উন্নত চিকিৎসার জন্য রোগী পরিবহনে ব্যহত হচ্ছিল। যা এ এ্যাম্বুলেন্স বরাদ্দ হওয়ায় সাধারন মানুষ খুব সহজে জরুরী রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতে পারবে।

আপনার মতামত লিখুন :