বগুড়ার সারিয়াকান্দি মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জাহিদুল ইসলাম জাহিদ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ ১৯৭১ সালে শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের দামাল ছেলেরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেছিল। ৯ মাস আমরণ স্বসস্ত্র সংগ্রামের পর পশ্চিম পাকিস্থানিদের পরাজিত করে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। এই মহান যুদ্ধে যারা বুকের রক্ত ঢেলে দিয়ে দেশ স্বাধীন করেছে সেই সকল জাতির গর্বিত সন্তান মুক্তিযোদ্ধাদের সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। ঐ সংসদের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯১ সালে ১৩ই জানুয়ারী প্রতিষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ড, সারিয়াকান্দি শাখা।
মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনবাপী কর্মসূচীর শুরুতেই সকাল ১০টায় সংগঠন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংসদ কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী শেষে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলী আজগর, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংস্কৃতিক কমান্ডের নাট্য সম্পাদক রেজাউল করিম ইজু, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, সদস্য মনিরুজ্জামান বাবু, সাইফুল ইসলাম দুখু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দিনের শেষে সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮টায় মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ড পরিবেশিত নাটক বিমাতার চক্রান্ত ম ায়নের মাধ্যমে কর্মসূচীর সমাপ্ত ঘটবে