গাবতলীর কাগইল নায়েবউলা আলিম মাদ্রাসার অভিভাবক কমিটির নির্বাচন সম্পর্ন
![গাবতলীর কাগইল নায়েবউলা আলিম মাদ্রাসার অভিভাবক কমিটির নির্বাচন সম্পর্ন](https://www.sangbadajkal.com/wp-content/uploads/2016/01/aa.jpg)
গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ গতকাল শনিরাব বগুড়া গাবতলীর কাগইল নায়েব উলা সিনিয়র আলিম মাদ্রাসার অভিভাবক কমিটির নির্বাচন সম্পর্ন হয়েছে। সকাল ১০টা হতে বিকেল ৪টা পযন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টি এম আব্দুল হামিদ। সহকারী প্রিজাইডিং অফিসার উপজেলা একাডিমী সুপারভাইজার মোশাররফ হোসেন। এতে বিনা প্রতিদন্ডিতায় মোহাম্মাদ আলী মোল্বা দাতা সদস্য,মোকছেদ আলী সাধারন সদস্য আলিম স্তর, সিরাজুল ইসলাম এবতেদায়ী স্তর,সাবেরন বেগম সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য,আইযুব হোসেন শিক্ষক প্রতিনিধি দাখিল স্তর,আবুল বাশার এবতেদায়ী স্তর নির্বাচিত হয়েছেন। এবং ভোটে একেএম আবু জাফর দাখিলস্তর ক্রমিক নং ১ এ ১০৮ ভোট পেয়ে বিজয়ী, এবং শাজাহান আলী দাখিলস্তর ক্রমিক নং ৩ এ ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নির্বাচর্ন পরিচালনাকারী প্রিজাইডিং অফিসার টি এম আব্দুল হামিদ জানান অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে।