মুসলিম পরিবারের প্রত্যেক সদস্যকে তাফসিরুল মুখী হতে হবে, তবেই মাহফিল সফল হবে
নুর নবী রহমান বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থান পুর্বপাড়া গ্রামে ওয়াক্তিয়া নূর মসজিদের উদ্যোগে ৮ম অধিবেশন উপলক্ষে শনিবার বাদ আছর থেকে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু বলেন,মুসলিম ধর্মাম্বলী পরিবারের প্রত্যেক সদস্যকে তাফসিরুল মুখী হতে হবে, তবেই কুরআনের মাহফিল সফল হবে।
একটি পরিবার গড়ে উঠে তার পিতা-মাতা, বিবি-বাচ্চা, ভাই-বোনসহ আপনজনদের নিয়ে। পরিবারের সকল সদস্য যদি একে অপরের প্রতি সদয় না হয়, তাদের মধ্যে যদি প্রীতি ও ভালবাসার অকৃত্রিম বন্ধন না থাকে, তাদের প্রত্যেকেই যদি অপরের হক তথা অধিকার আদায়ে সচেতন এবং পরস্পরে ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনে যতবান না হয়, তাহলে উক্ত পরিবারটি একটি মধুময় ও সুখ সমৃদ্ধশালী পরিবার হিসেবে গড়ে উঠতে পারে না।
সুখ সমৃদ্ধশালী একটি পরিবার গড়তে মহান আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহসমৃদ্ধ কিছু গুণ অর্জন করতে তাফসিরুল কুরআন মাহফিল থেকে শিক্ষা নেয়া অতীব প্রয়োজন। আলহাজ্ব আব্দুল জলিল এর সভাপÐিতে, প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরের কোরআন ও ইসলামী সংগীত শিল্পী হযরত মাও: মোঃ রবিউল ইসলাম, যুগ্ন- সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ যোশর। ২য় বক্তা হিসেবে ওয়াজ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরের কুরআন পীরজাদা হযরত মাওঃ মোঃ এমদাদুল হোক। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, খাইরুল ইসলাম (খাজা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, রাসেদুল আরেফিন রুবেল, শরিফুল ইসলাম, আহসান হাবীব রানা। মাহফিল পরিচালনা করেন, মহাস্থান মাজার মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃ আব্দুল হামিদ।