বগুড়া সদরের তেলিহারা বালুপাড়া বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের চুড়ান্ত প্রতিযাগিতা ও পুরস্কার বিতরণ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:23 PM, 23 January 2016

মহাস্থান বগুড়া প্রতিনিধি: শুক্রবার সন্ধ্যা ৭টায় বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা বালুপাড়া ১২ সদস্য ক্লাবের উদ্যোগে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের চুড়ান্ত প্রতিযাগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

বালুপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারন সম্পাদক ও শেখেরকোলা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী কামরুল হাসান ডালিম।

তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের কাজ করে যাচ্ছেন। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখেরকোলা ইউনিয়নের নেতৃত্বে পরিবর্তন দরকার।

এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলা যুলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, ইউপি সদস্য শ্রী নকুল কুমার সরকার, সমাজ সেবক শাহ আলম, বিশিষ্ট ব্যবাসায়ী গোলাম হোসেন,তাজুল ইসলাম,আবুল খায়ের ,মেহেদী হাসান,গোলাম মোস্তফা হান্নান, ইসরাইল হোসেন, সাধারণ সম্পাদক আবু সাহেল রিজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

আপনার মতামত লিখুন :