বুড়িগঞ্জে ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন
শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ ১৮ ডিসেম্বর (বুধবার) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বন্দরে ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ বন্দে আলী ব্যাংক এশিয়ার এভিপি ও হেড অব ব্রাঞ্চ বগুড়া। প্রধান অতিথি হিসেবে ফিতে কেটে শুভ উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, নামুজা ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুন, বুড়িগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক ইব্রাহীম হোসেন, বুড়িগঞ্জ ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাফফর হোসেন, মাষ্টার নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী পরিতোষ কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সূধীজন, শিক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেকে।