কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় দিবস

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  11:09 AM, 17 December 2019

কালিগঞ্জ প্রতিনিধিঃ শেখ মাহামুদুর রহমান (হাসান): প্রজন্ম থেকে প্রজন্মের অনন্ত প্রেরণার উৎস ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল বীর শহিদদের বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় দিবস।

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধবনির মাধ্যমে কালিগঞ্জ থানা চত্ত্বরে দিবসের শুভ সূচনা, সকাল ৭ টায় বিজয়স্তম্ভে অর্পণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য, শহিদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, সকাল ৯ টায় উপজেলা মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী, এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম।

পরে উপজেলা মাঠে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনছার ভিডিপি, স্কাউটস্, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করেন। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদে অডটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম ফারুক।

এসময় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধাদের একটি করে কোট ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। বেলা সাড়ে ১১ টায় উপজেলা মাঠে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় মহিলাদের অংশগ্রহনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, বিকাল সাড়ে ৪ টায় উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা সমন্বয়ে সূধী একাদশের মদ্যে প্রীতি ফুটবল খেলা, সন্ধ্যা ৬ টায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :