বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  11:04 AM, 17 December 2019

বগুড়া প্রতিনিধিঃ সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন,বিজয় শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠান শিক্ষক পরিষদের সভাপতি দেব দুলাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিজয় শোভাযাত্রা শেষে কলেজ চত্ত¡র শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেন। সহকারী অধ্যাপক জাকির হোসেনের স ালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক শাহীন সাখাওয়াত হোসেন চৌধুরী,সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামীমুল হক, কামরুল হাসান, ড.সাহিদুর রহমান, রিজওয়ানুল ইসলাম, গোলাম সাকলায়েন, গোলাম মোস্তফা, রাশিদুল ইসলাম, কামরুল সেলিম, এ.এফ.এম.মরফিদুল ইসলাম সরকার,শর্মিলা তানজিন লিজাসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান,শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

আপনার মতামত লিখুন :