গোকুল দিক নির্দেশক কোচিং সেন্টারে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়
মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বগুড়া সদরের গোকুল দিক নির্দেশক কোচিং সেন্টার ও রংধনু আইডিয়াল স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেনবগুড়া সমবায় ব্যাংক-এর চেয়ারম্যান ও বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজের গভানিং বডির সভাপতি আমিনুল ইসলাম ডাবলু। রংধনু আইডিয়াল স্কুল ও কোচিং সেন্টারের পরিচালক তোফাজ্জল হোসেনের পরিচালনায় ও প্রাক্তন সহকারী উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খোকন সরকার, এবিএম মিলন, জাকির খাঁন ঝন্টু, ফরিদ উদ্দিন, রেজাউল ইসলাম দুলাল, রাজ মিয়া, আলহাজ্ব বাবু, আবু জাফর ঠান্ডা, শ্রী নিরাশ চন্দ্র সুত্রধর, মোস্তাফিজার রহমান, শাহজাহান আলী, নুর হোসেন প্রমুখ। দোয় পরিচালনা করেন গোকুল কেন্দ্রীয় মসজিদের খতিব মাওঃ বেলাল হোসেন।