গোবিন্দগঞ্জে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামীর আত্নহত্যা
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারপুর (বেলতলা) গ্রামের আব্দুল খালেকের ছেলে খায়রুল ইসলাম (২৫) স্ত্রী চম্পা বেগমের সাথে ঝগড়া বিবাদ করে আত্নহত্যা করার খবর পাওয়া গেছে।
পবিবার সুত্রে জানাগেছে, গত ১০ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খায়রুল ইসলাম নিজ ঘরের ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্নহত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনার স্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে খায়রুল এর ছোট ভাই মামুন শেখ বাদী হয়ে থানায় একটি ইউ’ডি মামলা দায়ের করেছে।