বগুড়া সোনাতলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:08 PM, 10 December 2019
Exif_JPEG_420

সংবাদ আজকাল ডেস্কঃ ৭১ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়া সোনাতলায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সোনাতলা উপজেলা শাখার উদ্যোগে সকাল ১০ টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়্।

সোনাতলা উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি নাজিম উদ্দিন লাজু র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,অত্র শাখার সাধারন সম্পাদক আব্দুল হাই,সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম,সদস্য শামীম,তরিকুল ইসলাম,হারুনর রশিদ সিদ্দিক ,মায়েরেজ মুক্তা, আ্ব্দুল লতিফ, আজিজুর রহমান প্রমূখ,

আপনার মতামত লিখুন :