সদরের গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
আব্দুল বারী : গতকাল বিকালে বগুড়া সদরের গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। তিনি বলেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ক্রীড়া চর্চা অপরিহার্য। খেলাধুলা মেধা ও মননের বিকাশ ঘটায়। তাই শরীর ও মন সুন্দর রাখতে নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।আগামীর সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামছুল হক, টিএন বালিকা উচ্চ বি: প্রধান শিক্ষক গোলাম সোবাহান সবুজ, ম্যানেজিং কমিটির দাতা সদস্য সরকার সাইফুল ইসলাম, সদস্য এবিএম মিলন, শফিকুল ইসলাম, সবুজ মিয়া, জাহেদুর রহমান,জহুরুল ইসলাম, শাহানারা খাতুন, সহকারী প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, শিশির কুমার দেব, আইরিন ইসলাম, উম্মে সুরাইয়া, রোকেয়া, নজরুল ইসলাম, ফজলুল করিম, বোসরা ফারহানা, তোফাজ্জল হোসেন, বদিউজ্জামান, শাহিদুল ইসলাম, মাকছুদুর রহমান, সমাজ সেবক ছামছুল আলম মোল্লা , আপেল মাহমুদ, জহুরুল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে পূর্বে প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের শ্রেণী কক্ষে নির্মাণ কাজের শুভ উদ্ধোধন ও দোয়া করেন