সোনাতলায় জমির সিমানা কে কেন্দ্র করে বড় ভাইয়ের মারপিটে ছোট ভাই গুরুতর আহত
সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে জমির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে বড় ভাইয়ের প্রহারে ছোট ভাই গুরুতর আহত হয়েছে। জানা যায়, মধুপুর গ্রামের সোলেমান প্রামানিকের ৩ পুত্র যথাক্রমে মুসাহক আলী, নুরুন্নবী ও নুরুল ইসলামের নামে আলাদাভাবে দলিল করা বসতবাড়ীর সীমানা নির্ধারন নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ-আলোচনা চলছিল।গতকাল একই কারণে তারা একত্রিত হলে ছোট ভাই নুরুল ইসলামের সীমনা নির্ধারনের স্বপক্ষে কথা বললে বড় ভাই গাছের ডাল দিয়ে ছোট ভাই নুরুল ইসলামকে প্রহার করে। এতে নুরুল ইসলাম গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আত্মীয়-স্বজন।এ ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা না হলেও মামলার প্রস্তুতি চলছিল।