কৃষকের মুখে হাসির ঝিলিক সারিয়াকান্দিতে আমন ধান কাটা-মাড়াই শুরু
জাহিদুল ইসলাম জাহিদ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: নবান্ন উৎসবে নতুন আমন ধান কাটার খুশিতে বাবার সাথে ক্ষেতে এসেছে শিশু সাফি। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মাঠে মাঠে চলতি মৌসুমের আমন ধান কাটা শুরু করেছে কৃষক।
শিশির ভেজা সকালে পূর্বাকাশের মিষ্টি রোদে ঝলমল করছে পাকা ধানের সোনালী ধানের শীষ। মৃদু বাতাসে শিষের সাথে খুশিদে দুলছে কৃষকের মন। পাকা ধানে ভরে উঠেছে রোপা আমনের ক্ষেত। আবহাওয়া অনুকুলে থাকায় এবং পোকামাকড়ের উপদ্রব কম হওয়ায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু ন্যায্য দাম পাওয়া নিয়ে সংকিত কৃষক।
নারচী ফকির পাড়া গ্রামে কৃষক আশরাফ আলী জানান, আমি ছয় বিঘা জমিতে আগাম জাতের (আগুর) ব্রি-৮৭ ধান লাগিয়ে খুব ভাল উৎপাদন পেয়ে খুশি হয়েছি। আমতলীর কৃষক রানা, জাহিদুল, রামনগরের আজিজার রহমান, ডাবলু, চৌকিবাড়ির মামুনুর রশীদ, মালেক, ফুলবাড়ীর সাজু, ছাগলধরার আব্দুল গফুর, কাটাখালির রফিকুল সকলেই জানান, সরকার আমন ধানের দাম নির্ধারন করেছে।
চলতি মৌসুমে প্রতিমন আমন ধানের দাম ১হাজার ২০ টাকা ঘোষণা করেছে সরকার। সরাসরি কৃষকের কাছ থেকে লটারির মাধ্যমে এ দামে ধান ক্রয় করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তকে সাদুবাদ জানান কৃষকরা।
সরকারের দাম নির্ধারনে ক্রয় প্রক্রিয়ার প্রতি আস্থা রাখতে পারছেন না কৃষকরা। কারণ রোরো মৌসুমে দাম নির্ধারন করলেও কৃষক সেই সুফল একেবারেই পাননি। ধানের বাজার ও সরবরাহ পুরোটাই চলে গিয়েছিল সিনডিকেটের দখলে। যার কারণে বোরোধান বিক্রিয় করে উৎপাদন খরচই তুলতে পারে নি। এবারও সেই সঙ্কা করছেন কৃষকরা। স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত কৃষকরা সরকারী ঘোষণার ঐ সুফল পেতে পারেন তা নিশ্চিত করার দাবি জানান তারা। এবার যেন প্রকৃত কৃষকরা এই সুযোগ পান তা নিশ্চিত করনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন কৃষকরা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, এবার আমন ধানের লক্ষ্য মাত্রা ছিল ১১হাজার ২শত ৫০ হেক্টর। অর্জন হয়েছে ১২ হাজার ৭শ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়েও অর্জন বেশি হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৩৬ হাজার মেট্রিকটন(চাল হিসাবে)। আশাকরা যায়, উৎপান লক্ষ্যমাত্রাও অর্জন হবে। এবার আবহাওয়া অনুকুলে ছিল, কীটপতঙ্গের আক্রমনের তেমন একটা অভিযোগ পাওয়া যায়নি।
তাছাড়াও সহকারী কৃষি কর্মকর্তারা সর্বক্ষণিক কৃষকদের পরামর্শ কাজে নিয়োজিত ছিল। কৃষকদের দাম নিশ্চিত ব্যাপারে সরকারী পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা থাকবে।