চিপসের প্যাকেটে প্লাস্টিকের খেলনা শিশুদের জীবন হুমকির মুখে
মো: জাহিদুল ইসলাম জাহিদ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বাজারে থাকা চিপসের প্যাকেটের ভেতরে শিশুদের জন্য প্লাস্টিকের খেলনা দেওয়া হয়েছে। যা শিশুদের জীবনের জন্য হুমকি। শিশুরা চিপস খাওয়ার সময় অবচেতন মনে লেখনাটি খেয়ে ফেলার চেষ্টা করে।
অনেক সময় শিশুদের পেটের ভেতরে ঢুকে যায় ওই খেলনা। এটা খুবই আশনিসংকেত। বিভিন্ন সূত্রে জানা গেছে প্রতিবেশি দেশে ২টি শিশু খেলনা খেয়ে মারা গেছে। সচেতন মহল আশঙ্কা করছে আমাদের কোন শিশু চিপসের প্যাকেটে যে প্লাস্টিকের খেলনা থাকে সেটা খাওয়ার পরে হয়তো ওই রকম পরিস্থিতি হতে পারে। এ পর্যন্ত দুটি কোম্পানির চিপসের প্যাকেটে প্লাস্টিকের খেলনা সকলের নজরে এসেছে।
আরো অনেক চিপসই হয়তো অগচরে রয়েছে। শিশুদের জীবন রক্ষার সার্থে সচেতন মহলের দাবি উক্ত চিপস সরবরাহ কারী কোম্পানি দুটি যেন বাজারে সরবরাহকৃত চিপস গুলি প্রত্যাহার করেন এবং কোনো কোম্পানি যেন খেলনা যুক্ত কোন চিপস বাজারজাত না করেন।