ঠাকুরগাঁওয়ে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  02:38 AM, 14 October 2019

মোঃ আব্দুল কাদের জিলানী ঠাকুরগাঁও প্রতিনিধি॥ দীর্ঘ ৬ বছর পর ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর রোববার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।পরে সেখানে প্রধান অতিথি হিসেবে এক আলোচনা সভায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ সদস্য আলহাজ¦ দবিরুলnইসলাম, মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
মাহাবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার সহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দা।

আপনার মতামত লিখুন :