আসছে শীতকাল ঢেকে গেছে কাঁশফুলে

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:08 PM, 11 October 2019

সাহাব উদ্দিন রাফেল : শরৎ মানেই স্নিগ্ধতা। প্রকৃতিতে শরৎ মানেই নদীর তীরে তীরে কাশফুলের সাদা হাসি।বর্ষনজনীত প্লাবনে মেঘের তরি বেয়ে ঋতুর রানি শরৎ এসেছে আবার ,শরৎ কালের শেষ দিকে শিশির ভেজা সকালে ঝরে থাকা শিউলি অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি করে। ঋতুর রানি শরতের এই চিরায়িত দৃশ্য বাঙালির চিরচেনা। রূপে-রসে-বৈচিত্র্যে ভরপুর শরৎ কালের আকাশ।

ই শরৎ যেন জননী জন্ম ভূমির রূপসী মানসকন্যা। বাংলার প্রাণের প্রতিমাপ্রতিম। তাই- আনন্দিত মন বলতেই চায় সাখাওয়াৎ হোসেন পলাশের গীতিকাবিতা…
‘’আমার মন ভেসে যায় যাচ্ছে ভেসে
কাশের ভেলায় হেসে
ও মন আমার’ যে উড়ছে বকের মত
হেলে দুলে হেলে।

শরৎ হচ্ছে চমৎকার মেঘের ঋতু, স্পষ্টতার ঋতু৷ কেননা শরতের আকাশ থাকে ঝকঝকে পরিষ্কার৷ নীল আকাশের মাঝে টুকরো টুকরো সাদা মেঘ যেন ভেসে বেড়ায়৷ ‘‘গ্রামের বধূ যেমন মাটি লেপন করে নিজ গৃহকে নিপুণ করে তোলে, তেমনি শরৎকাল প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে দেয়৷ বর্ষার পরে গাছগুলো সজীব হয়ে ওঠে৷ আকাশে হালকা মেঘগুলো উড়ে উড়ে যায়৷

আপনার মতামত লিখুন :