মহিমাগঞ্জে দুই চার ঘণ্টার বৃষ্টিতেই সড়কে আধ হাঁটুপানি
সাহাব উদ্দিন রাফেল : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বাজার রিক্সা স্ট্যান্ড সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃস্টি হয়ে আদ হাঁটু পানি জমে থাকে।স্থানীয় এলাকা বাসী দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে জলাবদ্ধতা নিরসনে একটি ইউড্রেনেজ নির্মানের দাবী জানিয়ে আসলেও তা আমলে নেওয়া হয়নি বলে এলাকা বাসী ক্ষোভ প্রকাশ করছে। বিকেল থেকে মুষল ধারে বৃস্টি নামলে বাজারের বাস স্টান্ড থেকে সরকারি হাসপাতাল পিছন দিয়ে ইউনিয়ন পরিষদের সামনে, এবংবাজারে বেশ কয়েকটি স্থানে পানি জমিয়ে থাকে। আগে বৃস্টি হলে এসব পানি বাহিরে যেয়ে নামতো। কিন্তু রাস্তা ঘেঁষে এখন ঘনবসতি স্থাপন হওয়ায় পানি নিস্কাশনের রাস্তা বন্ধ হয়ে গেছে। এ কারণে সামান্য বৃস্টি হলে রাস্তায় পানি জমিয়ে থাকে ২,৩ দিন। এলাকা বাসির আকুল আবেদন উপজেলা প্রশাসন এসে বাস্তব জলবদ্ধতা দেখে ড্রেনেজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা উদ্দেগ গ্রহন করলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এই ইউনিয়নের মানুষ।