বগুড়া সদর থানার ও,সি এর ব্যক্তিগত উদ্যোগে ইভটিজিং ও বাল্য বিবাহ রোধ বিষয়ক সচেতনামুলক আলোচনা সভা
বগুড়া সদর থানার উদ্যোগে ইভটিজিং ও বাল্য বিবাহ রোধ বিষয়ক সচেতনামুলক আলোচনা সভা শহরের সুবিল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামান। শিক্ষার্থী উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্য বিবাহ থেকে দুরে থাকতে হবে। তিনি আরোও বলেন, ছাত্র জীবন হচ্ছে বীজ বপনের সময়। এ সময় মনোযোগ দিয়ে লেখাপাড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। ভালোভাবে লেখাপড়া শিখে দেশ ও জাতির মঙ্গল বয়ে আনবে। পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল ফোন, ফেসবুক ও ইন্টারনেট ব্যবহার না করার উপদেশ দেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, নিয়মিত পড়াশোনা ও খেলাধুলা করা ,বড়দেন সম্মান এবং ছোটদের ¯েœহ করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মুন্নুজান বেগম, সহকারী শিক্ষক স্বপন কুমার ঘোষ, রুহুল আমিন, রুবেল হোসেন, রেশমা খাতুন, আ: মমিন, ছাত্রলীগ নেতা সাজ্জাদুল ইসলাম পারভেজ, নুর আলম, কন্সটেবল সাইফুল ইসলামসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।