দশ দিনেও খোজ নেই প্রতিবন্ধী ছেলেটির
সাহাব উদ্দিন রাফেল : গাইবান্ধার মহিমাগঞ্জ বামনহাজরা বাসিন্দা মো: আজহার আলির ছেলে গত ২০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে সন্ধ্যা থেকে ছেলেটির খোজ পাওয়া যাচ্ছে না।পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করা হয়েছে,কিন্তু কোথাও পাওয়া যায়নি।নিখোঁজ ছেলেটির পরিবার সুত্রে জানা যায়,সে নিজের নাম ও বলতে পারে না।শ্রবন প্রতিবন্ধী। গত ২০ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হইলে আর ফিরেনি।এখন পর্যন্ত তার খোঁজ মিলেনি।নিখোঁজ এর সময় তার পরনে ছিল সবুজ কালার গেঞ্জি আর হাফ প্যান্ট উচ্চতা ৫”৪ গায়ের রং ফর্সা বয়স ১৮ বৎসর। যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করবেন।
পিতা:মো:আজহার আলী
গ্রাম:বামন হাজরা
পোস্ট : মহিমাগঞ্জ
থানা:গোবিন্দগঞ্জ
জেলা:গাইবান্ধা
মোবাইল:০১৯৪৩-৫৫৫৩৪২
০১৩১০-১০৭৯২৭