সাবগ্রামে রিক্সাস্ট্যান্ড সম্প্রসারণ উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বগুড়া সদর প্রতিনিধি: বগুড়া সদরের সাবগ্রামে রিক্সাস্ট্যান্ড সম্প্রসারণ উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাবগ্রাম চারমাথা বন্দর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন এই সমাবেশের আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রুস্তম আলী, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন এর নেতা এ্যাড, ইমদাদুল হক ইমদাদ, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল নজরুল, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন এর বন্দর কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, শ্রমিক নেতা আব্দুল হামিদ, আব্দুর রাজ্জাক প্রমূখ।
সমাবেশে বক্তারা সাবগ্রাম চারমাথা বন্দরে রিক্সাস্ট্যান্ড সম্প্রসারণ ও স্ট্যান্ডে জমে থাকা পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মানের দাবী জানায়।