সারিয়াকান্দি যমুনা ও বাংগালী নদীতে পানি বৃদ্ধি,আতংকিত কৃষক
জাহিদুল ইসলাম জাহিদ সারিয়াকান্দি(বগূড়া)প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি যমুনা ও বাংগালী নদীতে নতুন করে বন্যার পানি বৃদ্ধি পেতে শুরু করায় আতংকিত হয়ে পড়েছে কৃষক।গত কয়েকদিন আগে বড় বন্যার ধকল সামলিয়ে কৃষক চড়া মুল্যে আমন বীজ ক্রয় ও কৃষি অধিদপ্তর কর্তৃক বিভিন্ন প্রকার বীজ সংগ্রহ করে জমিতে রোপণ ও বপন করেছে । পুনরায় বন্যায় ক্ষতিগ্রস্তহলে পুষীয়ে উঠা কৃষকের জন্য কষ্ট সাদ্ধ্য হয়ে পড়বে।এ ব্যাপার এ কথা হয় কাটাখালি গ্রামের কৃষক রফিকুল, সাইফুল,সাত্তার,ছাগলধরা গ্রামের নান্টু,রঞ্জু,কাদের ও ফকির মাহমুদের সাথে।তারা সবাই জানায় নিজের ও সরকারি সহযোগিতায় আমন ধানের বীজ,মাসকালাই ফসলের আবাদ সহ বিভিন্ন আবাদ করেছি।এবারের বন্যায় খেয়ে গেলে আমরা আর নতুন করে ফসল করতে পারবো না।পরিবার পরিজন ও গবাদি পশু সহ কষ্ট করতে হবে।কাজলা চরের শফিকুল,শাহিন,রোস্তম,কাবিল জানায় আমাদের সম্ভাবনাময় গাঞ্জে,মাসকালাই এবং বিভিন্ন প্রকার শাকসবজি বন্যা দারা ক্ষতিগ্রস্ত হলে আমাদের আর নতুন করে আবাদ করা সম্ভব হবেনা। আগামিতে আমরা কষ্টের লক্ষ্মণ দেখতে পাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় এই বন্যার পানী বিপদ সীমা অতিক্রম করার তেমন কানো সম্ভাবনা নাই।কাজেই কৃষকদের আতংকিত হবার কোনো কারন নাই।
|
|
|