ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির কমিটি গঠন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ উত্তরবঙ্গের বগুড়ার একঝাঁক আলোকিত মানুষের পদছোয়ায় আধাঁর ফেরে রাজধানী ঢাকায় ঝলকানি দিয়ে উঠেছে আলোর পর্দা।
এটি সম্ভব হয়েছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একঝাঁক আলোকিত মানুুষের হাতে। গত শুক্রবার তাদের নিয়েই উত্তর ঢাকাস্থ শিবগঞ্জ (বগুড়া) উপজেলা কল্যাণ সমিতির কমিটি গঠিত হয়েছে।
কমিটি গঠন শেষে নব-নির্বাচিতদের নিয়ে এক ফটোশেষন অনুুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ শিবগঞ্জ (বগুড়া) উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ডাঃ এ জেড এম মাইদুল ইসলাম, সহ-সভাপতি ও পিজি হাসপাতালের চর্মও যৌন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বিভাগ ড. কাজী ইমদাদুল হক, প্রাণিসম্পদ বিভাগের সাবেক মহাপরিচালক প্রফেসর আব্দুল হামিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রখ কমোডর এমএ রউফ, ড্রাগ ট্রেণিং ল্যাবের প্রাক্তন সরকারী বিশ্লেষক ডা. আবু বক্কর সিদ্দিক, জনস্বাস্থ্য ইনস্টিটিটিউটের প্রকৌশলী নুরুল আমিন চৌধুরী আরইবি, নারী সহ-সভাপতি মিসেস সানজিদা আক্তার, সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সচিবালয়ের সহকারী সচিব মোস্তাফিজার রহমান, এ্যাড. মসিহুর রহমান, কোষাধ্যক্ষ এ.জেড এম শামসুজ্জোহা, প্রচার সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আরিফুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক এইচজেড এগ্রো প্রা.লি. এর চীফ কো-অর্ডিনেটর হাসিনুজ্জামান সহ ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।