কালিয়াকৈরে গৃহবধুকে হত্যার অভিযোগ: স্বামী শ্বশুড়-শ্বাশুড়ি পলাতক
কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালচালা এলাকায় নির্যাতনের পর শ্বাসরোধে স্বপ্না আক্তার নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে তার চার বছরের এক ছেলে তার স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ি পলাতক রয়েছে।
নিহত গৃহবধু স্বপ্না, উপজেলার গাবতলী এলাকার আলম মিয়ার মেয়ে। গত বছর আগে গোয়ালচালা এলাকার লাল মিয়ার ছেলে মামনু হোসেনের সাথে পারিবারিকভাবে স্বপ্নার বিয়ে হয়। নিহতের পরিবারের দাবী, যৌতুকের জন্য বিয়ের পর থেকেই স্বপ্নার উপর নির্যাতন করতো স্বামী ও তার পরিবারের লোকজন।
এ বিষয়ে ৭/৮ বার গ্রাম্য শালিসও করা হয়। রাতে কোন এক সময় তাকে শ্বাসরোধে হত্যার পর একমাত্র ছেলে জিসানকে নিয়ে স্বামী মামুন, শ্বশুর লাল মিয়া, শ্বাশুড়ি ও নদন পালিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ তাদের একটি পরিত্যক্ত ঘর থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।