গোবিন্দগঞ্জে শ্রবন প্রতিবন্ধি শিশু সাদিয়া বাঁচতে চায়
সাহাব উদ্দিন রাফেল: মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য ,একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। বলছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বার্নাআকুব গ্রামের এক হতদরিদ্র পরিবারে জন্ম নেয়া শিশু শ্রবন প্রতিবন্ধি মোছাঃ সাদিয়া খাতুন (৩) এর কথা। স্বাভাবিক শিশুর মত বাঁচতে এ সমাজের সকল বিবেকবান বিত্তশালী মানুষ ও সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে মানবিক সাহার্য্যরে আবেদন জানিয়েছেন। সাদিয়ার পিতা কাঠমিস্ত্রি শাহাদতজ্জামান ও মাতা সাথী বেগম জানান, জন্মগত ভাবে স্বাভাবিক শিশুর মত সাদিয়ার কান না থাকায় সে স্থানে একটু ছিদ্র রয়েছে। জোরে কথা বললে সাদিয়া শুনতে পায়। তার এ কানের চিকিৎসার জন্য ডাক্তারের নিকট গেলে তারা জানান, সাদিয়ার কান অপারেশন করাতে হবে। তবেই শিশুটি অন্য শিশুর মত স্বাভাবিক কান ফিরে পাবে। এর জন্য ১০ লাখ টাকা খরচ হবে। হতদরিদ্র পরিবারে জন্ম নেয়া শিশু সাদিয়ার পরিবারের পক্ষে এ চিকিৎসার ব্যয়ভার বহণ করা সম্ভব নয়। শ্রবন প্রতিবন্ধি সাদিয়া স্বাভাবিক জীবন ফিরে পেতে তার পরিবার এ সমাজের সকল পেশাজীবি, শ্রমজীবি, চাকুরীজীবি সহ প্রশাসন ও সরকারের কাছে মানবিক সাহার্য্যরে আবেদন জানিয়েছেন। সাহার্য্য পাঠানোর ঠিকানা গোবিন্দগঞ্জ ডাচ্ বাংলা ব্যাংকের একাউন্ট নাম্বার–১৭৫১৫১০১৮০৭৫৮।