বগুড়ায় পুলিশকে ঘুসি মেরে মাদক মাদক মামলার আসামীর পলায়ন
সংবাদ আজকাল ডেস্ক: বগুড়া আদালত চত্বরে পুলিশ প্রিজন ভ্যানে আসামী উঠানোর সময় কিল ঘুষি মেরে এক মাদক মামলার আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন । পালিয়ে যাওয়া আসামী শেরপুর থানার বনমরিচা গ্রামের মৃত শাজাহান সোনারের পুত্র সাইফুল ইসলাম সাগর (২৮) সে শেরপুর থানার মাদক মামলার আসামী ছিল ।
এঘটনায় কর্তব্য পালনে অবহেলায় পুলিশের উপসহকারী পরিদর্শক কবির বগুড়া কোর্ট পুলিশের কর্মকর্তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয় । পুলিশ সুত্রে জানাযায়, উক্ত আসামী সাগরকে বগুড়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে বগুড়া জেলা কারাগারে নেয়ার জন্য রোববার সন্ধ্যা ৭টার সময় পুলিশের প্রিজন ভ্যানে উঠানোর সময় আসামী সাগর হাতকড়া খুলে পুলিশ কর্মকর্তা কবিরকে বুকে কিলঘুষি মেরে দৌড়ে পালিয়ে যায়। তখন পুলিশ তাকে ধরতে পিছু ধাওয়া করেও ধরতে পারেনি।
শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পলায়নকারী আসামীকে ধরতে ব্যর্থ হয়ে বগুড়া সদর থানায় কোর্ট পুলিশের উপসহকারী পরিদর্শক এমদাদুল হক বাদী হয়ে রাত ১০টায় সদর থানায় মামলা করেন।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে।