সারিয়াকান্দি থানা কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও অপরাধ নির্মূলে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি কুতুবপুর উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ বিভাগ সারিয়াকান্দি থানা কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ সহ বিভিন্ন অপরাধ নির্মূলে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সারিয়াকান্দি অফিসার ইনর্চাজ আল-আমিনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইঞা বি পি এম (বার) এসময় তিনি বলেন বর্তমানে এডিস মশার জীবাণু দ্বারা অনেকের ডেঙ্গু জ্বর হচ্ছে এবং সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। ডেঙ্গ জ্বর প্রতিরোধে বাড়ির আশে পাশে ঝোপ জঙ্গল, ডোবা নালা,নর্দামা,বাড়িতে পড়ে থাকা ডাবের খোসা,দই খেয়ে ফেলে দেওয়া হাড়ি, বিভিন্ন ধরনের কৌটায় পানি জমে এডিস মশার জীবাণু ছড়ায়।
এই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছনতার বিকল্প নেই। আমরা আপনারা সবাই মিলে যদি আমাদের চার পাশ পরিষ্কার রাখি তাহলে আমরা এবং আমাদের সন্তানারা নিরাপদে থাকতে থাকবে।
অপর দিকে এলাকার তরুণ ও যুব সমাজ কর্তৃক বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে এবং তরুণ ও যুবকরা বিভিন্ন মাদকে আসক্ত হচ্ছে। এগুলো নির্মূল করতে গেলে প্রথমে অবিভাবককে সচেতন থাকতে হবে। আমার ছেলে কোথায় যাচ্ছে কি করছে, স্কুল কলেজে ঠিকমতো যাচ্ছে কিনা সেদিকে খিয়াল রাখতে হবে। এদের হাতে প্রয়োজনের অতিরিক্ত নগদ টাকা তুলে দেওয়া যাবে না।
নারীরা অযাচিত কোন জটিল সমস্যায় ভুগলে নির্ধায় আমার সাথে যোগা যোগ করতে পারেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুন্জিল আলী সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী) র্সাকেল, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, বগুড়া জেলা পরিষদের সদস্য আনছার আলী মাষ্টার, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, চন্দনবাইশা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমারান হোসেন (রনি), সাবেক চেয়ারম্যান গাজিউল হক গাজী।
এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর সহ ভেলাবাড়ি,কামালপুর ও কর্ণিবাড়ি ইউনিয়নের বিভিন্ন পেশার জনসাধারণ এলাকার গর্ণমান্য ব্যক্তি স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সারিয়াকান্দি থানা ও চন্দনবাইশা ফাড়ি থানার পুলিশ সদস্য।