সোনাতলায় ডেঙ্গু প্রতিরোধে পুলিশ সুপারের হাতে ফগার মেশিন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:49 PM, 03 September 2019

সংবাদ আজকাল : বগুড়া জেলার ১২ টি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ১০টায় বগুড়া সোনাতলার পুরাতন বন্দর মাদ্রারাসা মোড় বাজার এলাকায় পুলিশ প্রশাসনের উদ্যোগে ফগার মেশিনে মাধ্যমে মশা নিধনের ঔষধ প্রয়োগ করা হয়েছে।

এসময় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে কর্মসূচীটি উদ্বোধন করেন এবং বাজারের মুরগী হাটিতে তিনি নিজেই ফগার মেশিন হাতে নিয়ে ঔষধ প্রয়োগ করেন ।

এ সময় তার সাথে ছিলেন শিবগন্জ সার্কেল এ এসপি কুদরত-ই-খুদা শুভ, উপজেলা নির্বাহি অফিসার শফিকুর আলম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য আবু মোহাম্মাদ জিয়াউল করিম শ্যাম্পো, থানা অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল মাসউদ চৌধুরি, থানা (তদন্ত)কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, সদর ইউপি’র চেয়ারম্যান মাহবুবুল আলম, তেকানি চুকাইনগর ইউপি’র চেয়ারম্যান শামছুল হক মাস্টার,বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী সাজু

থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শাহিদুল বারী খান রব্বানি, সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার দারা, দিগদাইর ইউপি’র চেয়ারম্যান আলী তৈয়ব শামিম,মধুপুর ই্উপি চেয়ারম্যান অসিম কুমার জৈন নতুন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক নিপুন আনোয়ার কাজল,ইউপি সদস্য নাজিম উদ্দিন লাজু, যুবলীগনেতা ফিদা হাসান খান টিটো,শাহনওেয়াজ তালুকদার বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :