কমলগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ ২জন আটক
লুৎফুররহমান বাবর সংবাদদাতাঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ২জনকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, উপজেলার শমশেরনগর ইউনিয়নের দেওছড়া চা বাগানের বালিরঘাট এলাকায় বুধবার (২১ আগষ্ট) বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশে এ এসআই হামিদুর রহমান ও এএসআই আয়েছ মাহমুদ সহ পুলিশের একটি দল ৫০০ গ্রাম গাঁজাসহ শমশেরনগর ইউনিয়নের ইটারঘাট গ্রামের মৃত সাজিদুর রহমানের ছেলে মো: রুহুল আমিন (২৫)ও একই ইউনিয়নের মানগাঁও গ্রামের আসাদুর রহমানের ছেলে জুনায়িদ মিয়া (২৩) কে আটক করেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেন।