বগুড়ায় এবার মা-ছেলে মিলে ফেন্সিডিল সহ আটক !

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:49 PM, 20 August 2019

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া উপশহর পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আম্বার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় এস আই মোঃ আব্দুল গফুর ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আটাপাড়া হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ী (১) মোঃ আরেফিন ইসলাম জনি ও তার মা মাদক সম্রাজ্ঞী বিউটি খাতুন আফু কে ৭৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে । ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এর আগেও আসামিরদের বিরুদ্ধে তিনটি করে মাদক মামলা বিচারাধীন আছে। এলাকারবাসী দাবী তারা যেন আর এধরনের মাদক ব্যাবসা না করতে পারে এজন্য তাদের সাস্তি দাবি করেন।

আপনার মতামত লিখুন :