বগুড়া নওদাপাড়ায় এনএএনএস ট্রেডার্স এর উদ্বোধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:42 PM, 14 July 2019

গতকাল রবিবার বগুড়া সদরের নওদাপাড়ায় একতা নিপুন সংঘের আয়বর্ধক
প্রকল্প এনএএনএস ট্রেডার্স এর উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা
চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। তিনি বলেন, যুব-কর্মসংস্থানই
সমাজ বিনির্মানের চালিকাশক্তি,এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে
সংগঠন যে অগ্রযাত্রা শুরু করেছে; আমি আশা করি আগামী দিনে এই
একতা নিপুন সংঘের উদ্দ্যোগে আরো বেকারদের কর্মসংস্থান হবে।
একতা নিপুন সংঘের সভাপতি প্রভাষক হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া
সদর উপজেলা সমাজসেবা অফিসার আতাউর রহমান, বগুড়া শহর
সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, নিশিন্দারা ইউপি সদস্য শহিদুল
ইসলাম নান্টু, সাবেক ব্যাংক কর্মকর্তা খলিলুর রহমান, সমাজসেবক
টুটুল, গোলাম মোস্তফা প্রমুখ। এর আগে অতিথিবৃন্দ একতা নিপুন
সংঘের ৪র্থতম অঙ্গ প্রতিষ্ঠান এনএএনএস ট্রেডার্স এর উদ্বোধন
করেন।

আপনার মতামত লিখুন :