শিবগঞ্জ  রায়নগর ইউনিয়নের উপ নির্বাচনে স্বতন্ত্র্য প্রার্থী ইসলাম এর মনোনয়নপত্র বাতিল

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:23 AM, 08 July 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২ নং রায়নগর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো: শফিকুল ইসলাম এর মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো: মাহবুব আলম শাহ। রবিবার দুপুরে এ সংক্রান্ত একটি আপিল শুনানী শেষে তিনি এ আদেশ দেন।
জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রায়নগর ইউনিয়নের উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মহাস্থান গ্রামের আলহাজ¦ আব্দুল জলিলের ছেলে মো: তাজুল ইসলাম অপর প্রার্থী মহাস্থান সরকারী হাটের ইজারাদার মো: শফিকুল ইসলাম এর মনোনয়পত্রের বৈধতা নিয়ে উপজেলা নির্বাচন ও রির্টানিং অফিসার, শিবগঞ্জ, বগুড়াকে প্রতিপক্ষ করে জেলা রির্টানিং কর্মকর্তা বরাবর ০২/২০১৯ নং আপিল কেস দায়ের করেন। রোববার জেলা নির্বাচন অফিসে আপিলকারী মো: তাজুল ইসলাম জানান, রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: শফিকুল ইসলাম একজন ঠিকাদার। তিনি একই ইউনিয়ন পরিষদের অধিন মহাস্থান হাট-বাজারের বর্তমান ইজারাদার এবং রায়নগর ইউনিয়ন পরিষদের সাথে তার আর্থিক লেনদেন আছে। এ কারণে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ২৬(২) (ছ) ধারার বিধান মোতাবেক মো: শফিকুল ইসলাম অত্র ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য। মো: তাজুল ইসলাম আরও জানান, হাট-বাজারের ইজারা মূল্যের একটি অংশ উপজেলা পরিষদের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের তহবিলে জমা হয়। ইউনিয়ন পরিষদের সাথে তার আর্থিক সংশ্লিষ্টতা থাকায় তিনি মো: শফিকুল ইসলাম এর মনোনয়নপত্র বাতিলের দাবী জানান। অপরদিকে মো: শফিকুল ইসলাম স্বীকার করেন যে তিনি একজন ঠিকাদার এবং মহাস্থান হাট-বাজারের একজন ইজারাদার। তিনি হাটের ইজারা মূল্যের সমূদয় টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দিয়ে থাকেন। রায়নগর ইউনিয়ন পরিষদের আর্থিক বিষয়ে তার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন এবং তার মনোনয়নপত্রের বৈধতা বহাল রাখার অনুরোধ করেন।
উভয়পক্ষের শুনানী শেষে সিনিয়র জেলা নির্বাচন অফিসার, বগুড়া ও আপিল কর্তৃপক্ষ, ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন-২০১৯ মো: মাহবুব আলম শাহ সংশ্লিষ্ট নথি, দাখিলকৃত কাগজপত্রাদি পর্যালোচনা করে উক্ত ধারা মতে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ২৬(২) (ছ) ধারার বিধান মোতাবেক মো: শফিকুল ইসলাম এর মনোনয়নপত্র গ্রহনের আদেশ আইন সঙ্গত মর্মে প্রতিয়মান না হওয়ায় তার প্রার্থী প বাতিলের আদেশ দেন এবং আপিলকারী মো: তাজুল ইসলামের আপিল মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১৮ মার্চ ২০১৯ উপজেলা পরিষদ নির্বাচনে রায়নগর ইউপি চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ রিজু শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শুন্য হয়।

আপনার মতামত লিখুন :