বগুড়া-৬ উপ-নির্বাচন উপলক্ষে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন
সংবাদ আজকাল ডেক্সঃ
বগুড়া–৬ (সদর) আসনে উপ–নির্বাচনে আইন–শৃঙ্খলা বাহিনীকে সহয়তা করতে ১৫ প্লাটুনবিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার (২৩জুন) থেকে নির্বাচনের পরদিন ২৫ জুন(মঙ্গলবার) পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠেথাকবেন।
নওগাঁ– ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিনমোহাম্মদ মাসুদ ১৫ প্লাটুন বিজিবির নেতৃত্বেরয়েছেন।
রোববার সকাল থেকেই বিজিবি সদস্যরা নির্বাচনিএলাকায় টহল দিতে শুরু করেছেন। ১৫ প্লাটুনবিজিবির মধ্যে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে পাঁচপ্লাটুন, জয়নাল আবেদীন কমার্স কলেজে তিনপ্লাটুন, নুনগোলা ডিগ্রি কলেজে তিন প্লাটুন ওশাখারিয়া মাঈন উদ্দিন দাখিল মাদ্রাসায় চারপ্লাটুন বিজিবি অবস্থান করছে।
বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)আব্দুল মালেক বার্তা২৪.কম–কে বলেন, ‘বিজিবিসদস্যরা নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময় আইন–শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কাজ করবেন।’
উল্লেখ্য, আগামীকাল (২৪ জুন) বগুড়া–৬ আসনেউপ–নির্বাচনে ১৪১টি ভোটকেন্দ্রে সকাল ৯টাথেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএম–এর মাধ্যমেভোটগ্রহণ করা হবে।