২০ দলীয় ঐক্য জোটের একাংশের সমর্থন স্বতন্ত্রী প্রার্থী মিনহাজ মন্ডলের নির্বাচনী ইশতিহার ঘোষনা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:19 PM, 23 June 2019

বগুড়া সদর প্রতিনিধিঃ আগামী ২৪ জুন বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে সতন্ত্র সংসদ সদস্য
প্রার্থী মোঃ মিনহাজ মন্ডল আপেল প্রতিকে বগুড়ার উন্নয়নে ইশতিহার ঘোষনা
করেছেন এবং বগুড়ার ২০ দলীয় ঐক্য জোটের একাংশ তাকে নির্বাচনে সমর্থন
জানান।
শনিবার বগুড়া সদরের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ মন্ডলের পাঁচবাড়িয়া নির্বাচনী
কার্যালয়ে এ ইশতিহার ঘোষনা করা হয়। এসয় উপস্থিত ছিলেন, ২০দলীয়
ঐক্যজোটের ইসলামী ঐক্যজোটের বগুড়া জেলা সভাপতি ও কেন্দ্রীয় ভাইস
চেয়ারম্যান মাওঃ সামছুল হক, খেলাফত মজলীশের জেলা সভাপতি মুফতি আব্দুল
ওয়াহেদ, বগুড়া জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ মিজানুর রহমান।
নির্বাচনী ইশতিহার ঘোষনাকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মাওঃ আব্দুস
ছাত্তার, মাহফুজার রহমান, রাফিউল ইসলাম সোহেল, ইছাহাক আলী বকুল, জিলহজ্ব,
আনেছ,জনাব আলী, সুবোল চন্দ্র পাল, মুকুল, মামুন, আব্দুল মান্নান, স¤্রাট
শেখ, সাগর, স্বপন, বিলজার হোসেন, বজলার রহমান, মালেক মিয়া, নাছির উদ্দিন,
তোতা মিয়া, সায়েদ জামান, ডাঃ সানোয়ার, বেলজার হোসেন, ছামছুল ইসলাম,
রাজা মিয়া সরকার, বাবু মিয়া প্রমূখ। নিম্মে নির্বাচনী ইশতেহারগুলো উল্লেখ
করা হলো- ১। সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ, যৌতুক ও শিশু নারী নির্যাতন রোধ এবং
দূর্নীতি ও ঘুষ মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা । ২। অপরাধ নিয়ন্ত্রনে বগুড়া শহরকে
সম্পূর্ন সি.সি টিভির আওতাভুক্ত করা। ৩। পীরগাছা থেকে জয়বাংলা হাট পর্যন্ত
বাই-পাস সড়ক নির্মান এবং নুরইল বিলে ব্রীজ নির্মান করা। ৪। মাটিডালি
থেকে পীরগাছা পর্যন্ত সড়ক দুইলাইনে উন্নতি করা। ৫। করতোয়া নদী দখলমুক্ত করা
এবং দুইধারে স্লিপার বাধ নির্মান করা । ৬। প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-
মহল্লার ড্রেনেজ ব্যবস্থা পাকাকরণ করা। ৭। বগুড়া সদর উপজেলার ছোট-বড় সকল সড়ক
প্রশস্থকরণ ও পাকা করা। ৮। বগুড়া হইতে সিরাজগঞ্জ পর্যন্ত রেললাইন চালু করা। ৯।
চেলোপাড়া থেকে সারিয়াকান্দি পর্যন্ত সড়ক ফোরলেন ও উন্নয়ন করা। ১০। বগুড়া
বিমানবন্দর চালু করা এবং বগুড়া হইতে ঢাকা, চট্রগ্রাম, সিলেট সরাসরি ফ্লাইট
চালু করা। ১১। বগুড়া সদর উপজেলার ইউনিয়নগুলোকে তিনভাগে ভাগ করে পৃথক
তিনটি আধুনিক হাসপাতাল নির্মান করা ও ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া।
১২। বগুড়া সদর উপজেলার সকল এলাকায় গ্যাস সংযোগ স্থাপন করা। ১৩। জাতির
শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা যথাযথ সম্মান প্রদান করা। ১৪।
প্রতিবন্ধীদের জন্য একটি আলাদা স্কুল প্রতিষ্ঠা করা। ১৫। নিজ অর্থায়নে একটি
বৃদ্ধাশ্রম ও একটি এতিম খানা পরিচালনা করা। ১৬। বগুড়া আজিজুল হক
বিশ্ববিদ্যালয় কলেজকে পুনাঙ্গ বিউপজেলায় একাধিক সরকারি স্কুল প্রতিষ্ঠা করা। ১৮। বগুড়া পৌরসভাকে সিটি
কর্পোরেশনে রুপান্তরিত করা। ১৯। মালিডালি থেকে বনানী ও এরুলিয়া থেকে
সাবগ্রাম পর্যন্ত ফ্লাইওভার নির্মান করা। ২০। বেকারত্ব দূরকরণের জন্য বিদেশী
কোম্পানি স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ২১।
আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়াম নির্মান এবং শহীদ চান্দু স্টেডিয়ামকে
আন্তর্জাতিক ম্যাচ খেলার উপযুক্ত করা। ২২। সকল প্রকার যানবাহন সিএনজি, রিক্সা,
বাস, ট্রাক থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধ করা। ২৩। বগুড়া শহরে শিশুদের বিনোদনের
জন্য একটি আন্তর্জাতিক মানের শিশুপার্ক নির্মান করা। ২৪। প্রবাসী ও তাদের
পরিবারের সদস্যদের যেকোন ধরণের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন করা। এই
কাজগুলো করার লক্ষে বগুড়া সদর উপজেলাবাসীর কাছে তাকে আপেল মার্কায় ভোট
দিয়ে নির্বাচিত করার জন্য অনুরোধ সহ দোয়া কামনা করেন।

আপনার মতামত লিখুন :