বগুড়ায় একমুঠো ফাইন্ডেশনের উদ্বোধন এবং দুস্থ্যদের মাঝে বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা ও ঔষুধ বিতরন
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া কাটনারপাড়া একমুঠো ফাইন্ডেশনের উদ্বোধন এবং দুস্থ্যদের মাঝে বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা ও ঔষুধ বিতরন বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিাত হয়েছে। শনিবার সকালে একমুঠো ফাইন্ডেশনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সাধারন সম্পাদক ফাহিম রহমান শিশির, বীরমুক্তি যোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম জাকারিয়া খান রেজা, রাজু আহমেদ, একমুঠো ফাউন্ডেশন ঢাকা অফিসের কর্মকর্তা, বগুড়া ডায়াবেটিকস হাসপাতালের চিকিৎসকটিমসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ২ শত দুস্থ্যদের মাঝে বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা ও ঔষুধ বিতরন করা হয়।
ক্যাপশনঃ শনিবার সকালে বগুড়া কাটনারপাড়ায় একমুঠো ফাইন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন।