রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলার ৫ বিদায়ী কর্মকর্তাকে ক্রেষ্ট প্রদান করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান।
বিদায়ী কর্মকর্তারা হলেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সাজেদুল ইসলাম, সোনালী ব্যাংক লিঃ সিঃ প্রিঃ অফিসার এ.এস.এম.মনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েতুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আবু তাহের, উপ-সহকারী শিক্ষা অফিসার এস.এম. আব্দুল মোমিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা পরিষদ সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান পিলু মমতাজ শিউলি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।