বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট পেশ
বগুড়া সদর প্রতিনিধিঃ
বগুড়া সদরের পলিমঙ্গল স্কুল হল রুমে শনিবার বিকালে
শাখারিয়া ইউনিয়ন পরিষোদের ২০১৯,২০২০ অর্থ ব্যসরের
২৪৩৩৪১৩৩,টাকা উন্মুক্ত বাজেট পেশ অনুষ্ঠানে প্রধান
অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান আবু
সুফিয়ান সফিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখারিয়া
ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জলিল। বিশেষ
অতিথি হিসাবে বক্তব্য রাখেন অএ পরিষদের সচিব মশিউর
রহমান ২০১৯,২০২০,২৪৩,৩৪১৩৩) টাকা বাজেটের
উপস্পাপন করেন বিভিন্ন শ্রেণী পেশা মানুষের বাজেটের
উপর প্রশ্নওোরে অংশ গ্রহন করে। এসময় অনান্যদের মধ্যে
উপস্হিত ছিলেন ইউপি সদস্য মান্না প্রাং, আব্দুস
ছালাম মন্ডল,নেছার উদ্দিন,মিজানুর রহমান, এনামুল হক,
রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, শিউলী বেগুম, রানীমা,
আজেদা বেগুম, সাজেদুল ইসলাম, মিতা খাতুন, ইয়াকুব
আলী, সহ গ্রামের গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্হিত
ছিলেন।