শিবগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ইউপি সদস্য ধর্ষণ মামলায় জেল হাজতে প্রেরণ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:02 PM, 23 May 2019

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ও মোকাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু হানি মোল্লা ধর্ষন মামলা জামিন নিতে গিয়ে জেল হাজুতে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই ২০১৮ খ্রিঃ তারিখে শিবগঞ্জ উপজেলার মোকাতলা ইউনিয়নের জাবারিপুর গ্রামের সিরাজুল ইসলাম এর স্ত্রী প্রকৃতির ডাকে সারা দিতে গেলে যুবলীগ নেতা ও মোকাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু হানি মোল্লাসহ তার সহযোগিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী কলার বাগানে ওই গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করে। উক্ত সময় গৃহবধু ডাক চিৎকার দিলে ওই গৃহবধূর স্বামী সহ বেশ কয়েক জন স্থানীয় জনগন আগাইয়া আসলে লম্পট আবু হানি মোল্লা সহ তার সহযোগিরা পালিয়ে যায়। পরে ওই গৃহবধু বিজ্ঞ আদালতে একটি মামলা করেন। ওই মামলায় লম্পট ইউপি সদস্য গত ২১ মে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন না মুঞ্জুর করে তাকে জেল হাজুতে প্রেরণ করেন। এলাকাবাসী জানায়, আবু হানি একজন নারী লোভী, তার বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারীর অভিযোগ রয়েছে। আবু হানির জেলে আটক হওয়ার খবর শুনে এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। এলাকাবাসী আবু হানির দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

আপনার মতামত লিখুন :