বাংলাদেশ এখন স্বয়ং সম্পূর্ণতার পথে উন্নয়নের পথে আরো এগিয়ে যাবে —বগুড়া জেলা প্রশাসক
সদর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে বগুড়া সদরের দক্ষিণভাগ উচ্চ বিদ্যালয় মাঠে শেখেরকোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা, গুণীজন সংবর্ধনা খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
শেখেরকোলা ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সংবর্ধনা শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন। তিনি বলেন-বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণ করতে চলেছে। বাংলাদেশ এখন ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ। ২০৪১সালের পূর্বেই আমাদের বাংলাদেশ উন্নত দেশের কাতারে দাঁড়াবে। বর্তমান সমাজের একটা বড় সমস্যা হলো মাদক দ্রব্য সমস্যা। এ সমস্যা সমাধানের লক্ষে অভিভাবকদেরকে সচেতন হতে হবে। এ জন্য ছেলেমেয়েরা যাতে নিয়মিত স্কুল কলেজে পড়াশুনা করে সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশ আর কখনো অন্যের দারস্থ হবে না। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। এ থেকেই বোঝা যায় বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণতার পথে এগিয়ে যাচ্ছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, উপজেলা নির্বাহী অফিসার শাহানা আখতার জাহান, সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম। সমাজ সেবক একেএম আলাউদ্দিন , বীরমুক্তিযোদ্ধা শফিউল, সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মীর্জা হাকীম, আজিজার রহমান, নতুন সরকার, আব্দুল লতিফ, আব্দুল করিম, মোস্তাফিজার রহমান, সুফিয়া বেগম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য আশরাফুল ইসলাম রবিন। অনুষ্ঠানে ৮ জন বীরমুক্তিযোদ্ধাকে ক্রেস ও ২ জন আজীবন সম্মননা প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।