বাংলাদেশ এখন স্বয়ং সম্পূর্ণতার পথে উন্নয়নের পথে আরো এগিয়ে যাবে —বগুড়া জেলা প্রশাসক

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:10 PM, 17 December 2015

সদর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে বগুড়া সদরের দক্ষিণভাগ উচ্চ বিদ্যালয় মাঠে শেখেরকোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা, গুণীজন সংবর্ধনা খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
শেখেরকোলা ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সংবর্ধনা শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন। তিনি বলেন-বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণ করতে চলেছে। বাংলাদেশ এখন ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ। ২০৪১সালের পূর্বেই আমাদের বাংলাদেশ উন্নত দেশের কাতারে দাঁড়াবে। বর্তমান সমাজের একটা বড় সমস্যা হলো মাদক দ্রব্য সমস্যা। এ সমস্যা সমাধানের লক্ষে অভিভাবকদেরকে সচেতন হতে হবে। এ জন্য ছেলেমেয়েরা যাতে নিয়মিত স্কুল কলেজে পড়াশুনা করে সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশ আর কখনো অন্যের দারস্থ হবে না। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। এ থেকেই বোঝা যায় বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণতার পথে এগিয়ে যাচ্ছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, উপজেলা নির্বাহী অফিসার শাহানা আখতার জাহান, সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম। সমাজ সেবক একেএম আলাউদ্দিন , বীরমুক্তিযোদ্ধা শফিউল, সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মীর্জা হাকীম, আজিজার রহমান, নতুন সরকার, আব্দুল লতিফ, আব্দুল করিম, মোস্তাফিজার রহমান, সুফিয়া বেগম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য আশরাফুল ইসলাম রবিন। অনুষ্ঠানে ৮ জন বীরমুক্তিযোদ্ধাকে ক্রেস ও ২ জন আজীবন সম্মননা প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আপনার মতামত লিখুন :