সাতক্ষিরায় ৭নং সর্তক সংকেত জারি ঘুর্ণিঝর ‘ফনি’ মোকাবেলায় প্রস্তুত সাতক্ষিরা প্রশাসন
শেখ মাহামুদুর রহমান (হাসান) কালিগঞ্জ,সাতক্ষীরা প্রতিনিধি :
অদ্য ইং ০২/০৫/২০১৯ তারিখে সকাল ১১টায় কুশুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ০৫ কুশুলিয়া ইউপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান wmivRyj Bmjvg সভাপতিত্বে “ঘূর্ণিঝড় ফণি” মোকাবিলা করতে ইউনিয়নের সকল ইউপি সদস্য, ইউপি সদস্যা, গন্যমান্য ব্যক্তবর্গের উপস্থিতিতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“”””একটি বিশেষ ঘোষনা”””
এতদ্বারা ০৫ কুশুলিয়া ইউনিয়ন বাসীর সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘূর্ণিঝড় ফণী সাতক্ষীরা এলাকায় আঘাত হানার আশংকা রয়েছে। বর্তমানে ৭নং সর্তক সংকেত জারি করা হয়েছে। সকলকে শুকনা খাবার নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ০৫নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করার জন্য এবং যার যার নিজ নিজ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ ও ইউনিয়ন পরিষদে দুর্যোগকালীন আশ্রয় নেওয়ার জন্য এবং নিজ নিজ বাড়ীতে পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। জরুরী প্রয়োজনে যোগাযোগ করুনঃ