শিবগঞ্জের বুড়িগঞ্জ ও রায়নগর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষনা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের ১ কোটি ৪৯ লক্ষ ৪৮ হাজার ১ শত ৮৭ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে অত্র পরিষদের হল রুমে উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু রায়হানের সভাপতিত্বে আয়োজিত উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব রাসেল মাহমুদ, ইউপি সদস্য শহিদুল ইসলাম, বাদল হোসেন, আলাউদ্দিন, সানাউল হক সানা, আব্দুল ওয়াহাবসহ অন্যান্য ইউপি সদস্যগণ, উদ্যেক্তা সাজু মিয়া ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ওয়ার্ডের জনসাধারন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন শিক্ষক আমিনুল ইসলাম। অপরদিকে দুপুর ১ টায় বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ কোটি ১৭ লক্ষ ৫৯ হাজার ৮ শত সত্তর হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর। এসময় উপস্থিত ছিলেন সচিব সিদ্দিকুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য বিউটি মোনয়ারা, ছামছুন নাহার, মজিদা বেগম, ইউপি সদস্য, সহিদুল ইসলাম আলম, আব্দুল হান্না, মোফাজ্জল হোসেন, বাসেদ আলী বাচ্চু, ডিজিটাল সেন্টারের উদ্যোক্ত ও যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রমূখ।