শিবগঞ্জে পাকুরতলা বন্দরে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:56 PM, 23 April 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মহাস্থান থেকে উপজেলার সীমান্ত এলাকা পাকুরতলা, রহবল পর্যন্ত রাস্তার দুই পার্শ্বে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থাপনা গড়ে তোলার কারণে দিন দিন সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সরেজমিনে দেখা গেছে উপজেলার মহাস্থান, চন্ডিহারা, মোকামতলা, পাকুরতলা বাজারে রাস্তার উপরে ভোর থেকে কলার বাজার বসার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে সড়ক দূর্ঘটনা প্রতিনিয়তই লেগেইে থাকে। কর্তৃপক্ষ বার বার এ সমস্ত অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিলেও স্থানীয় কিছু অসাধু লোকজন সংশ্লিষ্ট প্রশাসনকে তোয়াক্কা না করেই তারা আবারও গায়ের জোরে অবৈধ স্থাপনা গড়ে তোলে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর বলেন, ইতিপূর্বে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে, তবে যারা পুনরায় অবৈধ স্থাপনা গড়ে তোলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে রহবল হাটের ইজারাদার মাহমুদুল হক পলাশ বলেন, আজ পাকুরতলা বাজারের একটি ট্রাক কাচা বাজারে প্রবেশ করে। অল্পের জন্য সাধারণ প্রাণে বেঁচে গেলেও অবৈধ স্থাপনা ভেঙ্গে ট্রাকটি উল্টে যায়। আমি ওই সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে লিখিত ভাবে অভিযোগ দাখিল করেছি।

আপনার মতামত লিখুন :