শিবগঞ্জে লাখো শহীদ স্মরণে লাখো প্রদীপ জ্বালো কর্মসূচি পালিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:37 AM, 26 March 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে যথাযথ মর্যাদায়  মুক্তিযুদ্ধের শহীদের আত্মত্যাগের প্রতি  লাখো শহীদ স্মরণে, লাখো প্রদীপ জ্বালো কর্মসূচী সোমবার সন্ধা ৭.০১ ঘটিকায় মুক্তিযোদ্ধা চত্তরে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন পেশাজীবি ও শ্রমিজীবি মানুষের আয়োজনে উক্ত কমূসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ- সোনাতলা সার্কেল এস.পি মশিউর রহমান মন্ডল, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলগ সভাপতি আজিজুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সহকারী কমিশনার (ভূমি) পি.এম ইমরুল কায়েস। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের পরিচালনায় উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী, নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার, বীর মুক্তিযোদ্ধা সৈদয় মির্জারুল শাহাজাদা চৌধুরী, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ দেওয়ান তৌফিক, কিচক ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, শিবগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, মোকাতমলা ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা, ওসি অপারেশন নান্নু খান, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চক্রবর্তী, এস আই, কাজী নজরুল ইসলাম, মোস্তাফিজার রহমান, শিবগঞ্জ শিল্পকলা একাডেমীর পরিচালক সাহাব উদ্দিন শিবলীসহ, শিবগঞ্জ থানা পুলিশ, উপজেলা প্রশাসন, সকল ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। উক্ত কর্মসূচিতে ১০ হাজার মোমবাতি প্রজ্জলন করে ২৫শে মার্চ কালো রাতটিকে স্মরণ করা হয়।

আপনার মতামত লিখুন :