চিরিরবন্দরে ভূমিহীনদের সাথে প্রশাসনের মুখোমুখি আলোচনা সভা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:32 PM, 21 March 2019

চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভূমিহীনদের সাথে প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ শে মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জনসংগঠন ঐক্য পরিষদের আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডিএ দিনাজপুর এর সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূমি অধিকার ও কৃষি সংস্কার নিয়ে নীতি নির্ধারক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চিরিরবন্দর উপজেলার সকল ভূমিহীনদের যে কোন প্রয়োজন হলে আমাকে জানাবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের জন্য সর্বাত্বক সহযোগিতা প্রদাণ করা হবে। তিনি সিডিএর কাছে আগামী ২২ দিনের মধ্যে চিরিরবন্দর উপজেলার প্রকৃত ভুমিহীন ১শত পরিবারের ভূমিহীন বৈধ কাগজপত্র সহ একটি তালিকা চান এবং ভূূমিহীন ১শত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযত সহযোগিতা করা হবে এ আশ্বাস দেন। বাস্তবায়ন ম্যানেজার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেজাবাউল করিম ও সমাজ সেবা অফিসার, মইনুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী  নাজমা বেগম, ডকুমেন্টেশন এন্ড পাবলিকেশন অফিসার চাষা হাবীব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্বতীপুর সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী বিমুলা বালা।

আপনার মতামত লিখুন :