বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত
আব্দুল কাদের জিলানী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী। এরই লক্ষে একটি ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের প্রতিবন্ধী শিশুরাও পালন করেছেন এই দিনটি।
রোববার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাস কেন্দ্রের আয়োজনে তাদের স্কুল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্গন ও আরবি লিখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল সামীউন্নবী চৌধুরী।
আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও স্কুলের প্রতিবন্ধী শিশুদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেন প্রধান অতিথি।
পুরস্কার বিতরণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়।