বগুড়া সদরের তেলিহারায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত
আব্দুল বারী মহাস্থান (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া সদরের তেলিহারা ও ধাওয়াকোলা মৌজায় ভ‚মি দস্যুদের অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে শুক্রবার বিকালে বগুড়া শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়াজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক আলহাজ্ব বজলার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রলীগের নেতা সামজ সেবক প্রভাষক কামররুল ইসলাম ডালিম, ইউপি সদস্য শ্রী নকুল চন্দ্র সরকার, সাবেক ইউপি সদস্য আলাল হোসেন, শেখেরকোলা ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি আব্দুল মান্নান, সামজ সেবক শাহ আলম, রাশেদুল ইসলাম, জুয়েল, ডাঃ আলমগীর হোসেন, বাপ্পী, রেজাউল করিম,আলহাজ্ব আজমল হোসেন, বাবলু মিয়,এমদাদ, তিতাস, অপূর্ব, হাররুন, মামুন, কাজল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠান পরিচালনা করেন, তালাশ তালুকদার।