শিবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে মানবন্ধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  04:35 PM, 12 March 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার জেলার শিবগঞ্জ উপজেলায় ১১/০৩/১৯ সোমবার প্রধান শিক্ষকদের পরের ধাপে অর্থাৎ ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবীতে শিবগঞ্জ উপজেলার গোলচত্বরে এক মানবন্ধন কর্মসূছি প্রাথমিক বিদ্যাললের সহকারী শিক্ষকবৃন্দ পালন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের নিকট একটি স্মারকলিপি প্রদান করে। মানব বন্ধনের বক্তরা বলেন, আমাদের একটাই দাবী ১১তম গ্রেডে বেতন চাই, প্রধান মন্ত্রীর ঘোষনার বাস্তবায়ন চাই। মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেতা তাজমিনুর রহমান, আমিনুল ইসলাম, মনতাজুর রহমান, আব্দুর রহিম, রেজাউল নবী, কামরুজ্জামান, শাহীনুর রুবেল, ফজলুল বারী, তাজুল, আব্দুল হান্না, ফাতেমা বতুল, লুৎপুন নেছা, আতাউর রহমান, প্রমূখ। প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জালাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, হুমায়নকবীর প্রমূখ।

আপনার মতামত লিখুন :