ঠাকুরগাঁওয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন
আব্দুল কাাদের জিলানী ঠাকুরগাঁও: “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো : নারী-পুরুষের সমতার নতুন বিশ্ব গড়ো” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
০৬ মার্চ বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের চৌররাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবিব ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
বক্তাগণ এ সময় বলেন নারীরা আর পিছিয়ে নেই। নারীরা পুরুষের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। নারীদের চলার পথে যে বাধা আছে তা দুরীকরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করার আহবান জানান।