সোনাতলায় এক ফেরিওয়ালা মহিলাকে কুপিয়ে হত্যাঃ থানায় মামলা আটক দুই

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:32 PM, 13 October 2017

বৃহস্পতিবার রাতে বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের দিঘলকান্দী গ্রামে আনোয়ারা বেওয়া (৪৫) নামের এক বিধবা ফেরিওয়ালা নারীকে চা-পাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আনোয়ারা বেওয়া উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামের মৃত নওশা মিয়ার স্ত্রী।এলাকাবাসী বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটের দিকে উপজেলার মধ্য দিঘলকান্দী বালুয়া আটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শিমুল গাছের নিচে রক্তাক্ত অবস্থায় ওই নারীর লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি শনাক্ত করে এবং ময়না তদন্তর জন্য বগুড়ায় মর্গে প্রেরণ করে।জানা যায়,নিহত আনোয়ারা বগুড়া থেকে সুতার গুটি সহ মহিলাদের ব্যবহার্য বিভিন্ন সামগ্রী নিয়ে এসে বাড়ী বাড়ী গিয়ে বিক্রি করে জিবিকা নির্বাহ করত ।এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ৪ জনকে আসামী করে সোনাতলা থানায় মামলা করেছে নিহতের মেয়ে রোজিনা বেগম।মামলার প্রেক্ষিতে রাতেই ওই এলাকার কামাল হোসেন ও চাঁন মিঞা নামে দুইজনকে তাদের বাড়ী হতে গ্রেফতার করে শুক্রবার তাদেরকে কোর্টে চালান করেছে সোনাতলা থানা পুলিশ। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল মন্ডল ও সোনাতলা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম।সোনাতলা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানিয়েছেন, হত্যাকারীদের গ্রেফতারে ও হত্যার রহস্য উন্মোচনে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন :