বগুড়া সদর উপজেলা পরিষদের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি ও কাল চশমা বিতরন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:09 PM, 24 November 2015

আবু সাইদ বগুড়া সদর প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলা পরিষদের অর্থায়নে শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি ও কাল চশমা বিতরন অনুষ্ঠান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী ভুমি কমিশনার আরাফাত রহমানের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে সাদা ছড়ি ও কাল চশমা বিতরন করেন সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা । অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন , জীবন চলবে থেমে থাকবে না , প্রতিবন্ধীরা সমাজের অংশ, এরা সমাজের বোঝা নয়। এজন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো , আমদের সবার দায়িত্ব ও কর্তব্য । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এরুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মন্ডল,আঃ মান্নান নির্বাহী প্রধান, মীর মোরশেদ আলী সভাপতি বগুড়া অনু সংস্থা, আঃ বারী নির্বাহী পরিচালক জনসেবা সংস্থা, বাসন্তী রানী সভাপতি সততা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা । অনুষ্ঠানে ২১ জন অন্ধ প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি ও কাল চশমা বিতরন করা হয়, যেন তাঁরা সব সময় এগুলো ব্যবহার করে নিরাপদে চলাফেরা করতে পারে ।

আপনার মতামত লিখুন :